৫২ মিলিয়ন পাউন্ডে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন বেনজামিন মেন্ডি। পাঁচ বছর মেয়াদে সেখানে যোগ দিয়েছেন এ লেফ্ট ব্যাক। এ নিয়ে ক্লাব ফুটবলে বিশ্বের সবচে’ দামি ডিফেন্ডার বনে গেলেন তিনি।
গেলো মৌসুমে মার্সেই থেকে ওয়ান লিগ চ্যাম্পিয়ন মোনাকোতে যোগ দেন মেন্ডি। সেখানে এক মৌসুম না কাটাতেই ম্যানসিটিতে যোগ দিলেন তিনি। শিগগিরই যুক্তরাষ্ট্রে পেপ গার্দিওলার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ২৩ বছরের এ ডিফেন্ডার।
বর্তমানে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছে ম্যানচেস্টার সিটি। এ সফরে দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলসে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটিজেনরা। সেই ম্যাচে তাকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দলটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মেন্ডিও। তিনি বলেন, সিটিতে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব। পেপ গার্দিওলার অধীনে তারা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। আমি আশাবাদী, সামনের সময়গুলোতে আমরা বেশ সাফল্য পাবো।
এবারের গ্রীষ্মে গায়েল ক্লিচি, বাকারি সাগনা ও পাবলো জাবালেতাকে ছেড়ে দেয়ার পর ফুল ব্যাক পজিশনে মেন্ডিকে পেতে মরিয়া ছিলেন কোচ গার্দিওলা। তবে প্রথমে সিটির দেয়া ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেন ফরাসি ডিফেন্ডার। অবশ্য পরের প্রস্তাবেই রাজি হয়ে গেলেন।
ডিএইচ