• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২
গার্দিওলা
ছবি- এএফপি

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্ব। এই লড়াইকে সামনে রেখে গতকাল (শুক্রবার) ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে ম্যানসিটি। শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে শক্তিশালী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো করলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলে সিটিজেনরা। বাঁচা মরার শেষ ম্যাচেও এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে দলটি।

নকআউট পর্বে এ নিয়ে টানা চার আসরে রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটিজেনরা। ২০২১-২২ আসরে এই দুই দলের দ্বৈরথ অবিশ্বাস্য এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। রোমাঞ্চে ঠাসা প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর রিয়ালের মাঠেও জয়ের পথে ছিল সিটি। সেখান থেকে একেবারে শেষ সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে ওঠে লস ব্লাঙ্কোসরা।

আর পরের বার শেষ চারের প্রথম দেখায় রিয়ালের মাঠে ১-১ ড্র করে গার্দিওলার দল। পরে ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে ম্যানসিটি। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে দলটি।

গতবারও দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-৩ ড্রয়ের পর দ্বিতীয় শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে সিটিকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে রিয়াল। পরে শিরোপাও জিতে নেয় তারা।

এবারেও নকআউট পর্বে রিয়াল মাদ্রিদকে পেয়ে গার্দিওলা বলেন, টানা চার বছর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব আমরা। এটা আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে। তবে বায়ার্ন কিংবা মাদ্রিদ, দুই দল সত‍্যিই কঠিন প্রতিপক্ষ। আশা করি, আমরা এখানে (ঘরের মাঠে) প্রথম লেগে জিততে পারব এবং তারপর মাদ্রিদে যতটা সম্ভব ভালো খেলতে পারব।

এর আগে ম্যানসিটিকে নিয়ে কার্লো আনচেলত্তি বলেছিলেন, সিটি মুখোমুখি হতে চান না তারা। কিন্তু তার আশা পূরণ হয়নি। আরও একবার তার কণ্ঠে ঝরল একই কথা। আমাদের প্রত্যাশা ছিল, তাদের বিপক্ষে না খেলা। কিন্তু আমরা শীর্ষ আটে থাকতে পারিনি এবং তাই এই প্রতিপক্ষ ঠিক আছে।

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে প্লে-অফের প্রথম লেগ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফেই ভাগ্য নির্ধারণ, মুখোমুখি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ
রোনালদোর ছেলের চোখে এমবাপ্পেই সেরা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো ও প্লে-অফে উঠল যেসব ক্লাব
বড় জয়েও সরাসরি শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়াল মাদ্রিদের