ঢাকা

২ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ০১:৫২ পিএম


loading/img

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৭৯ হাজার ২শ’ ৭৩ পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের একটি কেওড়া বাগান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আকিয়াব জেলার মংডু দলিয়াপাড়া গ্রামের আবুল বশারের ছেলে মো. জুনায়েদ (২০), নুর আলমের ছেলে মোহাম্মদ জোহার (৩০)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী দিয়ে মিয়ানমারের ২ নাগরিক ইয়াবার একটি চালান নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দমদমিয়া বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল সাবরাং ইউনিয়নের নাজিরপাড়ার একটি কেওড়া বাগানে উৎ পেতে থাকে। ইয়াবা চালানের নৌকাটি তীরে আসা মাত্রই বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরে ওই দুই ব্যক্তি ইউটার্ন নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে চলে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

পরে দমদমিয়া বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহল দল স্পিডবোট নিয়ে ইয়াবা পাচারকারী দুই মিয়ানমার নাগরিককে নদী থেকে উদ্ধার করে। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা ডুবে যাওয়া এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৭৯ হাজার ২শ’ ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৯শ’ টাকা।

বিওপির সুবেদার মো. মিজানুর রহমান আরটিভি নলাইনকে বলেন, মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য আটক আসামিদের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করে ইয়াবাসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |