সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ট্যুরিস্ট ভিসায় গিয়ে মেয়াদের বেশি সময় থাকলে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে ট্যুরিস্টদের ৩০০ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে। এর সঙ্গে দেশটির বিমানবন্দর ও স্থলসীমান্তের অভিবাসন অফিস থেকে ‘আউট পাস’ কিংবা ‘লিভ পারমিট’ সংগ্রহ করতে হবে।
সম্প্রতি দুবাই জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, অনেকে ট্যুরিস্ট ভিসায় দুবাই ও অন্যান্য শহরে গিয়ে কাজ খুঁজে নেন। এরপর সেখানে থাকার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেন। তবে কয়েক দিন ধরে এই সুযোগ আর দেওয়া হচ্ছে না।
এদিকে আগে ভিজিট ভিসায় দুবাইয়ে ১০ দিনের সৌজন্যমূলক বাড়তি সময় পেতেন ট্যুরিস্টরা। এখন তা দেওয়া হচ্ছে না। বরং এক্ষেত্রে কয়েক দিন ধরে জরিমানা করা হচ্ছে।
গ্যালাদারি ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেসের এমআইসিই ও হলিডেজের ব্যবস্থাপক মীর ওয়াসিম রাজা জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে বা এমিরেটসের দেওয়া বাড়তি সময়ের পরেও যারা দেশে অবস্থান করছেন, তাদের আউটপাস বা দেশত্যাগের অনুমতি নিতে হবে।
সূত্র : খালিজ টাইমস