ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাকায় বসেই নয়টি ইউরোপীয় দেশের ভিসা, বাস্তবতা ভিন্ন!

জাবেদ ইকবাল 

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০২:৩৮ পিএম


loading/img

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আশাব্যঞ্জক তথ্যে জনসাধারণের মনোযোগ কেড়েছে, ঢাকায় বসেই নাকি ইউরোপের নয়টি দেশের ভিসার আবেদন করা যাবে! বলা হচ্ছিল, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুনতে যত আশাব্যঞ্জক, বাস্তবতা ততটা নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাস প্রায় গত ১০ বছর ধরে এই দেশগুলোর শুধুমাত্র ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ করে আসছে। কারণ, ঢাকায় এসব দেশের নিজস্ব দূতাবাস নেই। তবে, গত ২০২৪ জুলাই মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই সুইডেন দূতাবাসে ভিসা আবেদনকারীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। একদিকে অভাবনীয় আবেদন সংখ্যা আর অন্যদিকে সীমিত কর্মীসংখ্যা—সব মিলিয়ে দূতাবাস কার্যত হাঁপিয়ে ওঠে। এমনকি অতিরিক্ত আবেদনকারীদের চাপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারাও হিমশিম খাচ্ছিলেন।

এই জটিল পরিস্থিতির মোকাবিলায় সুইডেন দূতাবাস ঘোষণা করে যে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে পুরো ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব বিশ্বব্যাপী দূতাবাসের হয়ে কাজ করা আউটসোর্সিং কোম্পানি ‘ভিএফএস গ্লোবাল’ এর হাতে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

কাকতালীয়ভাবে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস গত ৯ ডিসেম্বর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন। অন্যদিকে ১৭ ডিসেম্বর থেকে ভিএফএস গ্লোবাল সুইডেন এবং বাকি ৮টি দেশের ভ্রমণ সংক্রান্ত ভিসা যথারীতি চালু করে। সমসাময়িক এই দুটি পৃথক ঘটনাকে এক করে তথাকথিত কিছু ইনফ্লুয়েঞ্জার অতিরঞ্জিত তথ্য দিয়ে খবরটি ছড়িয়ে দিয়ে ইউরোপমুখী আবেদনকারীদের মধ্যে উচ্ছাস ও উত্তেজনা সৃষ্টি করে। আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সহজ সরল মানুষকে বিভ্রান্ত করে কৌশলে টাকা-পয়সার লুটে নেওয়ার চেষ্টা করছে।

মূলত Schengen C টাইপ ভিসা যেটা ভ্রমণসংক্রান্ত যেটা বিগত বছরগুলোতে সুইডেন দূতাবাস করছিল, বর্তমানে সেটা ভিএফএস গ্লোবাল দ্বারা পরিচালিত হচ্ছে। তাছাড়া অন্যান্য National Visa D টাইপ ভিসার জন্য আবেদনকারীদের পূর্বেও দিল্লি যেতে হতো, এখনও আগের মতই ভারতের দিল্লিতে অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে।

পরিশেষে, সোশ্যাল মিডিয়ায় কেউ যদি বলে, ঢাকায় বসেই ইউরোপের যেকোনো ভিসা পাওয়া যাচ্ছে। বুঝে নিন এটি একটি নিছক গুজব। ইউরোপের স্বপ্নকে সত্যির আলোয় দেখে, বিভ্রান্তি থেকে মুক্ত থাকুন—সচেতন থাকুন, সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইট গিয়ে যাচাই-বাছাই করুন।

বিজ্ঞাপন

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |