• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৫
ছবি : সংগৃহীত

১৩২ বছরের রেকর্ড ভাঙা কী চাট্টিখানি কথা? কিন্তু সেটিই করে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি লিখেছেন নতুন ইতিহাস। এ অবস্থায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

এক ফোনকলের মাধ্যমে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলাপের জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। খবর এপি’র।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই ট্রাম্প ও বাইডেন বৈঠকের দিনক্ষণ জানানো হবে।

এদিকে, নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাইডেনের।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজে জায়গা করে নিয়েছিলেন বাইডেন। এবারের নির্বাচনেও ট্রাম্পের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার বদলে ডেমোক্রেটদের প্রার্থী হন বর্তমান সরকারে তার ডেপুটি কমলা হ্যারিস। তবে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে পেরে ওঠেননি তিনি।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানালেন তারেক রহমান
ফের টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প
আসাদের পতনে সিরিয়ার জনগণকে অভিনন্দন জানাল হামাস
অনূর্ধ্ব-১৯ শিরোপাজয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন