ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন, হিব্রুতে লেখা হলো ‘প্রতিশোধ’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ০৮:৫০ পিএম


ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি দখলদাররা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত এলাকায় একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। একইসঙ্গে হিব্রু ভাষায় স্প্রে করে মসজিদটির সম্মুখভাগের দেয়ালে  ‘প্রতিশোধ’ ও ‘আরবদের মৃত্যু হোক’- এমন বিদ্বেষপূর্ণ ও বর্ণবাদী স্লোগান লিখেছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

সালফিতের গভর্নর আবদুল্লাহ কামিলের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মারদা গ্রামের বির আল-ওয়ালিদাইন মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে ইসরায়েলি সেটেলারদের সহিংসতার সর্বশেষ ঘটনা এটা।

বিজ্ঞাপন

কামিল জানান, একদল অবৈধ বসতি স্থাপনকারী শুক্রবার সকালে মসজিদে হামলা চালায় ও আগুন লাগিয়ে দেয়। মসজিদের দেয়ালে ও মেঝেতে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’, ‘আরবদের মৃত্যু হোক’- এ ধরনের স্লোগান লিখে স্টার অফ ডেভিডের চিহ্নও এঁকে দেয় তারা।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে জোর করেই অসংখ্য বসতি গড়েছে ইসরায়েলিরা। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুসারে বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করা হয়।

গভর্নর কামিল বলেন, অবৈধ বসতি স্থাপনকারীরা আগেও ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষা নিয়ে গ্রামে প্রবেশ করেছে এবং কাছাকাছি এলাকায় বহু স্থাপনায় একইভাবে ভাঙচুর চালিয়েছে।

বিজ্ঞাপন

রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। এটাকে ‘নির্লজ্জতম বর্ণবাদী কর্মকাণ্ড’ অভিহিত করে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চরম ডানপন্থি সরকারের ব্যাপক উসকানিমূলক প্রচারণার প্রতিফলন।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন ৪৪০তম দিনে গড়িয়েছে। এখনও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত ও আরও ১৭৪ জন আহত হয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission