কলকাতা বিমানবন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:০৪ পিএম


কলকাতা বিমানবন্দরে আগুন
ছবি: সংগৃহীত

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার ও দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়া।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে জানা যায়, বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তাদের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা।

বিজ্ঞাপন

এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আবর্জনা ফেলার স্থানে আগুন ছড়িয়ে পড়লেও বিমানের ওঠা-নামায় কোনো সমস্যা হয়নি। 
 
প্রসঙ্গত, আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। এতে ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগ তৈরি করে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission