ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৪২ এএম


ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
ছবি: সংগৃহীত

ব্রাজিলে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে এই দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরও ৯ সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।

তিনি আরও বলেন, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি সকাল ৯টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো রাজ্যের জুনদিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) এরইমধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। 

এদিকে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রিও গ্রান্ডে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল এই শহরটি। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা। অর্থনৈতিক ক্ষতিও হয়।

সূত্র: রয়টার্স, বিবিসি

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.