মোদির মুখের ওপরেই শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৬ এএম


মোদির মুখের ওপরেই শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

এদিকে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগে ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা শুল্ক ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি ভারতের ‘অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক’ কমানোর ঘোষণা দিয়েছেন, যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল। এটি সত্যিই একটি বড় সমস্যা।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করবো।

এসময় মোদি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যা শিখেছি, তা হলো তিনি সবসময় জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন। আমিও ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিই।

এদিন দুই নেতা বাণিজ্য ইস্যু সমাধানের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তাদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামী সাত মাসের মধ্যে একটি চুক্তি হতে পারে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাও বলেছেন, চলতি বছরেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

বিজ্ঞাপন

বৈঠকে উভয় পক্ষের আলোচনা মূলত প্রতিরক্ষা ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীভূত ছিল। ট্রাম্প জানান, ভারত ‘বিলিয়ন ডলার’ মূল্যের মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম, বিশেষ করে যুদ্ধবিমান কিনতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রকে প্রধান তেল ও গ্যাস সরবরাহকারী বানাতে চায়।

মোদি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে ভারত। এ ছাড়া, পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও এ নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা ভারতকে এফ-৩৫ স্টিলথ ফাইটার সরবরাহের পথও খুলে দিচ্ছি। তবে ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রি জানিয়েছেন, এটি এখনো প্রস্তাব মাত্র, কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

বৈঠকে দুই নেতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন, যা মূলত চীনের সঙ্গে প্রতিযোগিতার ইঙ্গিত বহন করে। এ সময় যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তির উৎপাদন নিয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্প জানান, ভারত-চীন সীমান্ত সংঘাত নিরসনে তিনি সহযোগিতা করতে চান। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত আশঙ্কা করছে, ট্রাম্প চীনের সঙ্গে এমন কোনো চুক্তি করতে পারেন, যাতে ভারত উপেক্ষিত হয়।

ইউক্রেন যুদ্ধের মধ্যেও ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং রুশ জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। পশ্চিমা বিশ্ব যেখানে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে ভারত নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছে।

মোদি বলেন, বিশ্ব মনে করে যে ভারত নিরপেক্ষ অবস্থানে রয়েছে, কিন্তু এটি সত্য নয়। ভারত শান্তির পক্ষে রয়েছে।

ট্রাম্প অবৈধ অভিবাসন মোকাবিলায় ভারতের আরও সহায়তা চান। কারণ, যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন। তিনি আরও জানান, ২০০৮ সালে মুম্বাই হামলার এক অভিযুক্তের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিন মোদি ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে মাস্কের স্টারলিংক কোম্পানির ভারতীয় বাজারে প্রবেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কাছে ভারত এখন চীন প্রতিরোধের কৌশলে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আমরা দেখেছি, কীভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল- এটি স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরোসের সাথেও দেখা করেন... তো বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন?

জবাবে ট্রাম্প বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনও ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী (ভারতের) এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করেছেন...। আসলে আমি পড়েছি (ভারত) এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। কাজেই বাংলাদেশের বিষয়ে উত্তর দিতে আমি প্রধানমন্ত্রীর (ভারতের) ওপরই ছেড়ে দিতে চাই।

কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের এমন মন্তব্যে মোদি কোনো উত্তর দেননি। এর পরপরই মোদি ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে শুরু করেন।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission