মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতশাসিত জম্মু-কাশ্মির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৯:৫৫ এএম


মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতশাসিত জম্মু-কাশ্মির
ফাইল ছবি

ভারতশাসিত জম্মু ও কাশ্মির ও লাদাখের বিস্তীর্ণ এলাকা মধ্যরাতে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। খবর হিন্দুস্তান টাইমসের

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।

বিজ্ঞাপন

রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। কোনও অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা কতটা রয়েছে, তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission