যৌথ অভিযানে ইরাক ও সিরিয়ার ‘ইসলামিক স্টেট’ প্রধান নিহত

ডয়চে ভেলে

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১১:১০ পিএম


যৌথ অভিযানে ইরাক ও সিরিয়ার ‘ইসলামিক স্টেট’ প্রধান নিহত
ফাইল ছবি

ইরাকি গোয়েন্দা সংস্থা ও মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) প্রধান নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি শুক্রবার জানিয়েছেন, ইরাকি গোয়েন্দা সংস্থা এবং মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নেতা নিহত হয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, অন্ধকার ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ইরাকিরা তাদের চমকপ্রদ বিজয় অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

এতে তিনি আরও লিখেছেন, ইরাকি জাতীয় গোয়েন্দা সংস্থার বীরেরা আন্তর্জাতিক যৌথবাহিনীর সহায়তা ও সমন্বয়ের পরিচালিত অভিযানে সন্ত্রাসী আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাইকে (ডাকনাম আবু খাদিজা) হত্যা করতে সক্ষম হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টেও আবু খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, আমাদের সাহসী যোদ্ধারা তাকে নিরলসভাবে তাড়া করছিল। ইরাকি সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে আইএস-এর আরেক সদস্যসহ তার দুর্বিষহ জীবনের ইতি টানা হয়েছে।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, শক্তির মাধ্যমে শান্তি।

অভিযান সম্পর্কে যা জানা গেছে—

মার্কিন প্রেসিডেন্ট বা ইরাকি প্রধানমন্ত্রী দুজনই এ ইস্যুতে সংক্ষিপ্ত বিবৃতি দিলেও সেখানে অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ছিল না।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পশ্চিম ইরাকের আনবার প্রদেশে বিমান হামলা চালিয়ে অভিযানটি পরিচালিত হয়েছিল। সংবাদ সংস্থাটি বিষয়টি সম্পর্কে অবগত একজন নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছে।

অপর একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে অভিযানটি চালানো হয়েছিল। তবে শুক্রবার জঙ্গি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিসেম্বরে আসাদ শাসনের পতনের পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি প্রথমবারের মতো ইরাক সফর করছেন। সফরকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। ইসলামিক স্টেট যা আইসিস নামেও পরিচিতি, তাদের মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন বলেন, কর্মকর্তারা সিরিয়া-ইরাকি সীমান্তে, সিরিয়ার অভ্যন্তরে বা ইরাকের অভ্যন্তরে আইসিসের গতিবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়া, ইরাক, তুরস্ক, জর্ডান এবং লেবানন নিয়ে গঠিত একটি অপারেশন রুমের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে এটি শিগগিরই কাজ শুরু করবে।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission