ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৬:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শোপিয়ানে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াইয়ে ৩ বন্দুকধারী নিহত হয়েছে। ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বন্দুকধারীদের সঙ্গে কুলগাম এবং বনাঞ্চলীয় এলাকা শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী শোপিয়ানের শোয়েকাল কিলারে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকধারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিন বন্দুকধারী নিহত হয়। অপারেশন এখনও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পরই কাশ্মীরে আবারও বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটল। 

এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই অপারেশনের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন এক অধ্যায় তৈরি হয়েছে। 

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |