বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১১:০৪ এএম


বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, ১১ ঘণ্টা পর উদ্ধার
ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানকে জমিয়ে তুলতে ভাড়া করা হয়েছিল নাচের দলকে। তবে প্রাপ্য টাকা না দেওয়ায় বিয়ের মণ্ডপ থেকে বরকেই তুলে নিয়ে যান তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার দিঘওয়া দুবৌলি গ্রামে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৩ মে) রাত ১২টার পর বর সোনু কুমার শর্মা তার বিবাহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য উৎসবের একটি অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল লৌণ্ডা (পুরুষ) নাচের।

নাচ চলাকালীনই শুরু হয় বাগবিতণ্ডা। অনুষ্ঠান শেষ করতে চায় নৃত্যদল, কিন্তু বরযাত্রীদের একাংশ দাবি করে পারফরম্যান্স চলতেই হবে। এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ধীরে ধীরে রূপ নেয় হাতাহাতিতে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

একপর্যায়ে মুসকান কিন্নর নামের এক নৃত্যশিল্পী আহত হন ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মূল নাটক শুরু হয় এরপর।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে মুসকান কিন্নরের নেতৃত্বে একটি গোষ্ঠী একটি গাড়িতে করে এসে সরাসরি বরের বাড়িতে হামলা চালায়। তারা কনেপক্ষের সদস্যদের মারধর করে ও মণ্ডপ থেকে বর সোনু কুমার শর্মাকে জোর করে তুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ টাউন থানার পুলিশ তৎপর হয়। প্রায় নয় ঘণ্টা পর, পরদিন (শনিবার) সকাল ১১টার দিকে বরকে উদ্ধার করে পুলিশ। তিনি উদ্ধার হন সিওয়ান জেলা থেকে।

গোপালগঞ্জের পুলিশ সুপার অবধেশ দীক্ষিত জানান, ঘটনার পর পরই আমরা তদন্ত শুরু করি। আর্থিক লেনদেন নিয়ে বিয়ের আয়োজক ও নৃত্যদলের মধ্যে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। সেই বিরোধ থেকেই এই চরম ঘটনা ঘটে।

পুলিশ অবশ্য এখনও বিষয়টি তদন্ত করছে। ইতোমধ্যে মুসকান কিন্নর ও তার দলের সদস্যদের বিরুদ্ধে অপহরণ, হামলা ও বিশৃঙ্খলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission