ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ভুল করে বললেন, ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৬:৪৬ এএম


loading/img
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। ছবি: সংগৃহীত

ভুল করে ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। ভুল করে তিনি বলেন, ইসরায়েলি সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে। পরে তিনি তার কথা সংশোধন করে বলেন, ইরানের সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ডরোথি শিয়ার দেওয়া এক ভিডিও প্রকাশ করে আল জাজিরা। সেখানে তাকে এ বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ডরোথি শিয়া বলছিলেন, ‘ইসরায়েলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’ 

বিজ্ঞাপন

পরে সঙ্গে সঙ্গে তিনি তার কথা সংশোধন করে বলেন, ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।
 
এরপর তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের মারাত্মক আক্রমণের পেছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |