ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইরানকে থামাতে এবার চীনের দরজায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়। এ অবস্থায় প্রণালীটি খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (২২ জুন) ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে (ইরানি কর্মকর্তাদের সঙ্গে) যোগাযোগ করে। প্রণালীটি বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি কিছু প্রভাব আমাদের ওপর পড়বে। 

বিজ্ঞাপন

হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

এ ছাড়া ইরানের জন্য এটি ‘অর্থনৈতিক আত্মহত্যা’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |