ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২৫ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিজান অনলাইন নিউজে বুধবার সকালে তুরস্কের সঙ্গে দেশটির উত্তর-পশ্চিম সীমান্তবর্তী উর্মিয়া কারাগারে তিন সন্দেহভাজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে সন্দেহভাজনদের কখন গ্রেপ্তার করা হয়েছিল তা বলা হয়নি, কেবল এটুকু বলা হয়েছে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে দুর্নীতি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান ইতিমধ্যেই কমপক্ষে তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করলো।
এর আগে, গত রোববার ও সোমবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান বলেও বিভিন্ন নিউজে প্রকাশিত হয়।
আরটিভি/এমএ