প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে জিতলেন ১৩ লাখ টাকা!

অন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১১:৪৩ এএম


প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে জিতলেন ১৩ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ঘুমিয়ে টাকা আয় শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্রের পূজা মাধব ওয়াভালের ক্ষেত্রে। অভিনব এক ইন্টার্নশিপে অংশ নিয়ে টানা ৬০ দিনে প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়েছেন তিনি। আর এই ঘুম দিয়েই জিতেছেন ‘স্লিপ চ্যাম্পিয়ন’-এর খেতাব এবং পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা!

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বেঙ্গালুরুভিত্তিক ওয়েকফিট নামের একটি সংস্থা প্রতি বছরই এই ব্যতিক্রমী ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর আয়োজন করে। মূলত ঘুমের অভাব এবং এর সঙ্গে সম্পর্কিত নানা স্বাস্থ্য সমস্যার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন।

‘স্লিপ ইন্টার্নশিপ’ কী?
এই ইন্টার্নশিপ এক ধরনের গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিদিন ৯ ঘণ্টা করে টানা ৬০ দিন ঘুমাতে হয়। ঘুমের সময় ও মান পরিমাপ করতে তাদের দেওয়া হয় স্লিপ ট্র্যাকার এবং ওয়েকফিট ব্র্যান্ডের ম্যাট্রেস।

বিজ্ঞাপন

ঘুমানোই শুধু নয়, ঘুমের গুণগত মানও পরীক্ষা করা হয় নানা মজার ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে। যেমন, চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, লুকানো অ্যালার্ম ঘড়ি খুঁজে বের করা, ঘুম ও স্বাস্থ্য নিয়ে কর্মশালায় অংশগ্রহণ ইত্যাদি।

চলতি বছরে চতুর্থবারের মতো আয়োজিত এই ইন্টার্নশিপে পূজা মাধব ওয়াভাল প্রতিযোগিতার মধ্যে সবার ওপরে থেকে ৯১.৩৬ স্কোর অর্জন করে বিজয়ী হন। বাকি ১৪ জন প্রতিযোগীকে শুধু অংশগ্রহণের জন্য দেওয়া হয় ১ রুপি করে সম্মাননা।

কারা আবেদন করতে পারেন?
আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২২ বছর,
একবারই কেবল আবেদন করা যাবে,
অসম্পূর্ণ আবেদন বাতিল হবে,
বিগত সিজনে অংশগ্রহণকারীরা আর আবেদন করতে পারবেন না।

বিজ্ঞাপন

এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে সব আপডেট জানানো হয়। ঘুমের মতো সাধারণ একটি কাজকে বিজ্ঞানভিত্তিকভাবে গুরুত্ব দিয়ে এমন প্রতিযোগিতা আয়োজন সত্যিই অভিনব। ঘুমের স্বাস্থ্যগত গুরুত্ব বোঝাতে এই ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে এটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission