ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শিক্ষার্থীদের সংগঠন তারুণ্য দ্য ইয়ুথ।
রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে শতাধিক ছিন্নমূল শিশুদের এ শীতবস্ত্র দেয়া হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘তারুণ্য দ্য ইয়ুথ’ বছরজুড়ে সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এবারের শীতে সংগঠনটি রংপুর ও পূবাইলে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে।
তারুণ্য দ্য ইয়ুথের প্রতিষ্ঠাতা মেরাজ মাহফুজ বলেন, আমাদের সমাজে যেমন হতদরিদ্র মানুষ আছে, তেমনি আছেন বিত্তবান মানুষ। দারিদ্র মানুষের শীতের কষ্ট উপলব্ধি থেকেই এই আয়োজন। সমাজের বিত্তবানরা যদি পাশের মানুষের কষ্টে সামান্যতম সহযোগিতা করেন, তবেই সমাজের এসব অসংগতি দূর করা সম্ভব।
সংগঠনের পরামর্শক গণমাধ্যমকর্মী মাইদুর রহমান রুবেল বলেন, সাধ্যের মধ্যে থেকে সারাবছরই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে সচেষ্ট থাকে।
জেএইচ