কায়রোয় গাড়ি বিস্ফোরণে নিহত ১৯
মিশরের রাজধানী কায়রোয় একটি গাড়ি বিস্ফোরিত হয়ে ১৯ জন নিহত হয়েছে। সোমবার মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
তবে ওই বিস্ফোরণটি কোনও হামলা ছিল কিনা সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মিশরের কর্তৃপক্ষ।
যদিও মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, ওই গাড়িটি অপর তিনটি গাড়িকে ধাক্কা দেয়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা জানায়, ওই গাড়িটি কায়রোর নীল কর্নিকে শহরে ট্র্যাফিক ঠেলে যাওয়ার সময় অপর তিনটি গাড়িকে ধাক্কা দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাড়ি চারটির সংঘর্ষ ঘটলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এর ফলে পাশে থাকা ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের কর্মীরা ওই গাড়িগুলোর ভেতর থাকা যাত্রীদের উদ্ধারে বাধ্য হয়।
একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে মিশরের সরকারি কৌঁসুলিরা।
আরো পড়ুন: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল
এ
মন্তব্য করুন