ঢাকা

স্ত্রীর গানে মডেল হলেন আমির

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ , ০২:০৯ পিএম


loading/img

এবার মিউজিক ভিডিওতে দেখা দেবেন বলিউডের মিস্টার পারফেক্ট খ্যাত আমির খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ নায়কের সহধর্মিণী কিরণ রাও। ভিডিওতে কিরণ ঠোঁট মেলাবেন, অন্যদিকে আমিরকেও দেখা যাবে। অজয়-অতুল সুর করা গানটি ভিডিও তৈরি করেছেন 'সায়রাত' ছবির পরিচালক নাগরাজ মানজুল।

বিজ্ঞাপন

সম্প্রতি আমির খানের ‘সত্যমেভ জয়তে ওয়াটার কাপ’ নামে পানি সংরক্ষণবিষয়ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ওই প্রতিযোগীদের উৎসাহ জোগাতে একটি অনুপ্রেরণাদায়ক গানের দরকার ছিল। আমির গানটি গাওয়ার জন্য স্ত্রী কিরণের নাম সুপারিশ করেন। এ সময় কিরণ বলেন, আমিরের আদেশেই তাকে গানটি গাইতে হয়েছে।

এদিকে স্ত্রীর গানের পারফরম দেখে আনন্দিত এ অভিনেতা।

বিজ্ঞাপন

‘সত্যমেভ জয়তে ওয়াটার কাপ’ আমিরের পানি ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থা আয়োজিত একটি প্রতিযোগিতা। আয়োজনে মহারাষ্ট্রের বিভিন্ন গ্রাম অংশ নেয়। কোন গ্রাম পানি সংরক্ষণে কত বেশি এগিয়ে তা বিচার করা হয়। এবারের দ্বিতীয় ধাপের ওয়াটার কাপে অংশ নিচ্ছে ৩০টি গ্রাম। এগিয়ে থাকা গ্রামকে নানাভাবে পুরস্কৃত করা হয়। আর শেষ দিনের আয়োজনে অংশ নেবেন আমির খান, কিরণ রাওসহ মারাঠি সিনেমার তারকারা।

 

এইচএম/ জেএইচ

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |