পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলো ইরান
২০১৫ সালে ছয় জাতির সঙ্গে করা পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। রোববার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয় রৌহানি প্রশাসন।
সম্প্রতি মার্কিন হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহতের জেরে আসে এ সিদ্ধান্ত। ফলে পরমাণু অস্ত্র তৈরির অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পাশাপাশি এর মজুত গবেষণা এবং উন্নয়নে আর কোনও সীমাবদ্ধতা মেনে চলবে না ইরান। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত রাখবে।
এদিকে, সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো চরমে। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে যুদ্ধাবস্থা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা লক্ষ্যবস্তু করেছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিযবুল্লাহ।
মার্কিন সেনাদের লাশ মধ্যপ্রাচ্য থেকে কফিনে করে যুক্তরাষ্ট্রে নেওয়ার হুঁশিয়ারি দেন হিযবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।
এসএস
মন্তব্য করুন