• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তার খরচ দেবো না: ট্রাম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০২০, ১৯:০৩
ফাইল ছবি

ব্রিটিশ প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগানের নিরাপত্তার কোনো খরচ দিতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, আমি রানী ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত, তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে।

প্রিন্স হ্যারি ও মেগানের পক্ষ থেকেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি খরচে নিরাপত্তা নেয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কানাডা থেকে মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় যান।

ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে তারা ৩১শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন এবং রানীর পক্ষে আর কোন দায়িত্ব পালন করবেন না। তবে একবছর পরে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে।

রোববার এই দম্পতির পক্ষে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোন পরিকল্পনা নেই ডিউক এবং ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গতমাসে কানাডার সরকার ঘোষণা করে, তাদের 'স্ট্যাটাস' পরিবর্তনের কারণে তারা নিরাপত্তা সহায়তা দেয়া বন্ধ করে দিচ্ছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবিতে ডিজিটাল কেরামতি দেখিয়ে আবার শিরোনামে ব্রিটিশ রাজপরিবার