৫ সেকেন্ডে করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার করেছে ইরান
প্রাণঘাতী করোনা শনাক্ত করতে ইরান চুম্বক শক্তি চালিত একটি যন্ত্র আবিষ্কার করেছে।
বুধবার ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানান।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে।
জেনারেল সালামি জানান, এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। এক্ষেত্রে করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।
জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি দিয়ে ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।
করোনার প্রভাবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইতালি ও চীনের পরেই ইরানে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। যদি পরে দেশটির সরকার তা নিয়ন্ত্রণে নিতে পারে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি এবং মারা গেছে ৪ হাজারের ওপর মানুষ।
এমকে
মন্তব্য করুন