• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিল বললেন নোবেলজয়ী বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৫:২৮
lockdown is a huge mistake says Prof Michael Levitt
বিজনিউজ থেকে নেয়া

নোবেলজয়ী বায়োফিজিস্ট মাইকেল লেভিট বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত ‘একটি বড় ভুল’ ছিল। ফ্রেডি সেয়ার্সের আনহার্ডডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

লেভিট বলেন, চীনের মতো দেশ যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছে সেগুলোর ওপর বেশি নজর দেয়া উচিত ছিল। তার মতে, ফেস মাস্ক, হাত জীবাণুমক্ত করা এবং সংস্পর্শ ছাড়া লেনদেন বিশেষ করে ক্রেডিট কার্ড দিয়ে লেনদেনের মতো পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। এমনকি পুরো একটি দেশ লকডাউন না করে শুধু বয়স্ক মানুষজনকে বিচ্ছিন্ন করা দরকার ছিল।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত নোবেলজয়ী এই বিজ্ঞানী বলেন, করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় জার্মানি ও সুইডেন আদর্শ মডেল; কারণ তারা হার্ড ইমিউনিটির ওপর জোর দিয়েছে এবং লকডাউন বেশিদিন দেয়নি। তাই এসব দেশ করোনার দ্বিতীয় ধাক্কা থেকে নিজেদের রক্ষা করতে পারবে বলে মনে করেন লেভিট। বিপরীতে বিপদে পড়বে অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশ। কারণ তারা অনেক আগেই লকডাউন দিয়েছে।

যেসব দেশ কড়াকড়িভাবে লকডাউন বাস্তবায়ন করছে, ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে তাদের ভুলের জন্য কঠোরভাবে মূল্যায়ন করবে। নোবেলজয়ী এই বিজ্ঞানী জোর দিয়েই বলেন যে, প্রত্যেকটি দেশের উচিত তাদের আক্রান্ত বাসিন্দাদের খুঁজে বের করা এবং তারা যেন অন্যকে সংক্রমিত করতে না পারে সেটা নিশ্চিত করা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত
মূল্যস্ফীতি না কমার মূল কারণ বিগত সরকারের ভুল নীতি: অর্থ উপদেষ্টা
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাষ্ট্রপতির অপসারণই ভুল সংশোধনের উপায়: ফরহাদ মজহার