ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ভুলেই শুরু ট্রাম্পের!  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০১:২৬ এএম


loading/img
ফাইল ছবি

ভুলভাল কথা বলার অভ্যাস থেকে যেন আর বের হতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণেই দিলেন ভুল তথ্য। এদিন ট্রাম্প দাবি করেছেন, পানামা খাল নাকি চীন পরিচালনা করে।

বিজ্ঞাপন

মার্কিনীদের ৪৭তম প্রেসিডেন্ট বলেন, এটি একটি ‘বেকার উপহার’, যা পানামাকে কখনোই দেওয়া উচিত ছিল না। ট্রাম্প দাবি করেন, চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা এটি চীনের কাছে দেইনি। আমরা এটি পুনরুদ্ধার করছি।

এই মন্তব্যের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস দেখা যায় তার সমর্থকদের মধ্যে। এ সময় দর্শক সারিতে অনেকটা নীরব হয়ে বসেছিলেন বাইডেন এবং কমলা হ্যারিস।

বিজ্ঞাপন

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছিলেন, পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলে ‘অন্যায্য ফি’ নেওয়া হচ্ছে। এ নিয়ে তিনি হুমকি দেন, খালটির নিয়ন্ত্রণ ফের ওয়াশিংটনের হাতে ফিরিয়ে আনতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবেন।

বিশ্ব বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ পরিবহনকারী পানামা খালটি ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নির্মিত হয়। ১৯৭৭ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত চুক্তির আওতায় খালটি পানামার হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৯৯৯ সালে পানামা এর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই খালের প্রধান ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চিলি।

বিজ্ঞাপন

তবে, পানামার নেতারা ট্রাম্পের মন্তব্যকে উড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, পানামাবাসী বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারেন, তবে খাল এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একত্রিত।

আরটিভি/এসএইচএম


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |