মাংস কিংবা দই কম দেওয়া নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষ- এমন খবর প্রায়ই আমাদের চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে যৌতুকের কারণে বিয়ে ভাঙার খবরও। কিন্তু এবার সামনে এলো অবাক করা এক সংবাদ। বিয়ের আসরে এসি না থাকায় রাগে বিয়েই ভেঙে দিলেন এক কনে।
শনিবার (৭ জুন) রাতে ভারতের উত্তরপ্রদেশের আগরায় এমন ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সেদিন শামশাবাদ শহরে বসেছিল বিয়ের আসর। তবে বরের পরিবার এমন এক জায়গায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এ নিয়ে বিয়ের আসরে বেধে যায় তীব্র হট্টগোল। প্রথমে শুরু হয় তর্কাতর্কি, পরে কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে যৌতুক নেওয়ার অভিযোগ এনে পুলিশের কাছে নালিশও করে।
বিয়ের অনুষ্ঠানে এসি না থাকার বিষয়টি মেনে নিতে পারেননি কনে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, বরপক্ষকে অনুষ্ঠানস্থলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে বলেন কনে। এ নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত ও কথা কাটাকাটি। পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কনে মণ্ডপ ছেড়ে চলে যান এবং বিয়ে ভেঙে দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কনে জানান, এ ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটা হবে তার জন্য অসম্মানের। একইসঙ্গে তার ও তার পরিবারের সঙ্গে বরের আত্মীয়রা যে ব্যবহার করেছেন তাতে ভবিষ্যতে তার জীবন নরকে পরিণত হবে।
ঘটনা এখানেই শেষ নয়। পাত্রীপক্ষের অভিযোগ পেয়ে বিয়ের আসরে উপস্থিত হয় পুলিশ।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিয়ে সম্পন্ন করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। কিন্তু কনে নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন।
এদিকে কনের পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, আলাপ-আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরটিভি/আইএম