ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হুথি বিদ্রোহীরা আত্মসমর্পণ করেছে, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০২:০৯ এএম


loading/img
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা বন্ধ করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের উপর আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়ে হুথি বিদ্রোহীরা আত্মসমর্পণ করেছে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎকালে এই আশ্চর্যজনক ঘোষণা দেন তিনি। তবে এ বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিউ ইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ চলাচলের পথে বাধা দেওয়া বন্ধ করতে সম্মত হয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা অন্তত আমাদের জানিয়েছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তারা আত্মসমর্পণ করেছে। আমরা এই সিদ্ধান্তকে সম্মান করব এবং আমরা বোমা হামলা বন্ধ করব। 

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, তারা বলেছে, দয়া করে আমাদের উপর আর বোমাবর্ষণ করো না। এবং আমরা তোমাদের জাহাজে আক্রমণ করবো না। আমি তাদের কথা মেনে নেব, এবং আমরা অবিলম্বে হুথিদের উপর বোমাবর্ষণ বন্ধ করব। 

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ হলে ইসরায়েল ও লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। তবে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে অভিযান (অপারেশন রাফ রাইডার) শুরুর পর অন্তত এক হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। এই হামলায় ‘শত শত হুথি যোদ্ধা ওবং অসংখ্য হুথি নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

এর মধ্যে গত রোববার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর পাল্টা জবাবে সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে অর্ধশত বিমান হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া, মঙ্গলবার সানায় ইয়েমেনের প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |