ঢাকা

আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার সানি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ০১:০১ পিএম


loading/img

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সানি।

বিজ্ঞাপন

এর আগে রোববার অভিযোগ গঠনের দিন ঠিক ছিল। কিন্তু সানি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু।

একইসঙ্গে সানির বিরুদ্ধে স্ত্রী নাসরিনের করা যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ গঠন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে টাকা না দেয়ায় বিভিন্নভাবে গালাগালি ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন সানির স্ত্রী।

বিজ্ঞাপন
Advertisement

২০১৬ সালের ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার কথা বললে যৌতুকের টাকার জন্য সানি ফের চাপ দেন। সবশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি সানি ফের ২০ লাখ টাকা দাবি করেন।

পরে নাসরিন আক্তার ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে এ মামলাটি করেন।

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |