ঢাকা

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সালমান-মামুন

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এ আদেশ দেন। 

এর আগে, এদিন ৫ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নৌপথে পলায়নরত অবস্থায় গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ছাড়া রাজধানীর উত্তরা থেকে গত ৩ সেপ্টেম্বর রাতে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |