হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০১:১১ পিএম


হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে ঢাকার উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।

এর আগে,  গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী তিনি পান। 

বিজ্ঞাপন

ওই দিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী হামিদুল মিসবাহ এবং  আইনজীবী আনিসুল হাসান আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

উল্লেখ্য,  গত ৫ নভেম্বর রাতে উওরার নিজবাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission