ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিশেষ দিনগুলোতেও উষ্ণতা থাকুক দু’জনের প্রেম-ভালোবাসায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ :

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

চলছে ফেব্রুয়ারির বিশেষ দিন। বিশেষ দিনগুলো বিশেষভাবে স্মৃতি হয়ে থাকবে প্রেমিক-প্রেমিকাদের কাছে। অনেকে আবার দিনগুলোকে স্মৃতি করে রাখার জন্য বিভিন্ন আয়োজন করে থাকেন। এদিকে আবার শীতও বেশ ভালোভাবে চলছে। এবার তাহলে শীতে ও ভালোবাসার বিশেষ দিনগুলোতেও সম্পর্কে উষ্ণতা ধরে রাখার বিষয়ে জেনে নেয়া যাক-

বিজ্ঞাপন

স্পর্শ-ভালোবাসা: প্রেমের সম্পর্কে ঘাটতি মেটানোর অব্যর্থ ঔষধ হচ্ছে স্পর্শ, আদর-সোহাগ। মুড ভালো করার জন্য এটাই উপযুক্ত ঔষধ। হয়তো গত কয়েক দিন ধরেই সম্পর্কে সমস্যা চলছে। একবার তার কাছে যান, তাকে তার মত করে একটু বুঝার চেষ্টা করুন, ভালোবাসুন। দেখবেন পৃথিবী আগের থেকে অনেক সুন্দর মনে হচ্ছে।

একসঙ্গে রান্না করা: মানসিক চাপে রয়েছেন! তাহলে আজ রাতে মনের মানুষের সঙ্গে রান্না করুন এবং একসঙ্গে ডিনার করুন দু’জন। দেখবেন সব ঠিক হয়ে গেছে।

বিজ্ঞাপন

ঘরদোর সাফাই: কেবল মাত্র রান্না নয়, হাতে সময় থাকলে একসঙ্গে ঘরদোরও ঝেড়েমুছে নিন। পরিচ্ছন্ন ঘরে যে কারও মন ভালো হয়ে যায়। আর এ কাজে সঙ্গীকে সহায়তা করলে সে অবশ্যই অনেক খুশি হবে।

ডেট হোক ঘরে: প্রথমে ঘরকে সুন্দর করে সাজিয়ে ফেলুন। টেবিলে একগুচ্ছ পছন্দের ফুল রাখুন। নিজেও পরিপাটি হয়ে থাকুন। আজ না হয় ঘরই হোক ডেট করার নিরাপদ স্থান। পুরনো দিনের প্রেমের কথা মনে করুন, দেখবেন সেই পুরনো প্রেমিক-প্রেমিকার অনুভূতি ফিরে পাবেন আবার।

শেয়ার করুন প্রেম: ভালোবাসা শেয়ার করলে নাকি আরও বাড়ে। এ কথা একদম মিথ্যা নয়। বাড়িতে অন্যান্য বন্ধু-দম্পতিদের ডাকুন। তাদের সঙ্গে আড্ডা দিন। একে অপরের সঙ্গে নিজেদের ভালোবাসার গল্প নিয়ে আলোচনা করতে থাকুন। দেখবেন নিজেদের মধ্যে এতে প্রেম-ভালোবাসা বাড়বে।

বিজ্ঞাপন

এসআর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |