ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েড রোগী?

আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১২:০৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমানে থাইরয়েড সমস্যা ঘরে ঘরে পরিচিত এক শারীরিক জটিলতা। তরুণ-তরুণী থেকে শুরু করে শিশু-কিশোররাও হরমোনজনিত এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আয়োডিনের অভাব, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা অন্যান্য শারীরিক কারণেও থাইরয়েড দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

চিকিৎসাবিজ্ঞানে মূলত দুই ধরনের থাইরয়েড সমস্যা আছে— হাইপারথাইরয়ডিজম (হরমোন বেশি) ও হাইপোথাইরয়ডিজম (হরমোন কম)। এদের কিছু সাধারণ উপসর্গ আছে, যেগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে বোঝা যেতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা।

উপসর্গগুলো হলো:

বিজ্ঞাপন

১. গলা ফুলে যাওয়া বা নিচের দিকে ঝুলে পড়া  
২. অতিরিক্ত গরম লাগা, হাত-পা ঘেমে যাওয়া  
৩. খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া  
৪. ঘন ঘন পায়খানা হওয়া  
৫. ক্লান্তি ও অবসাদগ্রস্ততা  
৬. চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা  
৭. ওজন বাড়া বা কমা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া  
৮. বন্ধ্যত্ব বা গর্ভপাতের ঝুঁকি  
৯. দীর্ঘমেয়াদি বিষণ্নতা  
১০. ক্লান্তিবোধ, পেশিতে ব্যথা, চোখে সমস্যা  

উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা (TSH, T3, T4) করে নিশ্চিত হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |