ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

যেভাবে দূর করবেন চোখের নিচের কালো দাগ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ , ০৬:০৯ পিএম


loading/img

অনেকের চোখের নিচে কালো দাগ থাকে যা চেহারার সৌন্দর্য নষ্ট করে। এজন্য নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিয়মিত কয়েকটি কাজ করলে চোখের নিচের কালো দাগ দূর হবে। কালোদাগ দূর করতে দেখুন কী করবেন-

বিজ্ঞাপন
  • রাতে শোবার আগে কালো দাগে আমলকি তেল লাগিয়ে ঘুমাতে যান। উপকার পাবেন।
  • সকালে ঘুম থেকে উঠেই চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিলে অনেক উপকার পাওয়া যায় এবং এটি চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে।
  • ঠাণ্ডা টি-ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন-টি এর ব্যাগ রাখলে ভালো উপকার পাবেন।
  • চোখের নীচে কালো দাগ দূর করতে প্রচুর পরিমাণ পানি পান করুন। এছাড়া সবুজ শাক-সবজি খেতে হবে এবং সময়মতো ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমাতে হবে।
  • চোখের নিচে খোসাসহ আলু বেঁটে পেস্ট করে ব্যবহার করুন। সপ্তাহে তিন চার দিন ব্যবহার করলে ফল পাবেন।
  • পুদিনা পাতা বা নিম পাতাও ব্যবহার করতে পারেন।
  • কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
  • কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং চোখের নিচে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের কালো দাগ কমে যাবে।

আরো পড়ুন:

বিজ্ঞাপন

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |