ঢাকা

করোনার ভয়ে বিয়ে নিষিদ্ধ করলো এই শহর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ০৬:১১ পিএম


loading/img
সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতের একটি শহরের প্রশাসন সেখানে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। টাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বহাল থাকবে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায়।

বিজ্ঞাপন

ইন্দোর জেলা প্রশাসন এ মর্মে একটি নির্দেশনা জারি করে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যায় জেলা প্রশাসন বলছে, এই বিধিনিষেধের কারণে শহরে করোনার সংক্রমণ কমবে বলে মনে করছেন তারা।

ইন্দোর জেলা ম্যাজিস্ট্রেট মনীষ সিং বলেন, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে কোনও বিয়ের অনুমতি দেয়া হবে না। মানুষজনকে বিয়ে পিছিয়ে দিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলছেন, এতে করে করোনার সংক্রমণ কমবে। সেক্ষেত্রে হাসপাতালগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। কারণ হাসপাতালগুলোতে আর জায়গা ফাঁকা নেই।

ভারতে করোনার সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে এখন দিনে সাড়ে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ। এমতাবস্থায় ভেঙে পড়েছে স্বাস্থ্যখাত। অক্সিজেনে অভাবে ছটফট করে মারা যাচ্ছে মানুষজন।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |