কোহলির প্রত্যাবর্তন দেখতে এসে পদপিষ্ট দর্শকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৩:০২ পিএম


কোহলি
ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে দীর্ঘ এক যুক পর ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। আর তাতেই বিপাকে পড়েছে আয়োজকরা। কোহলির খেলা দেখতে এসে পদপিষ্ট হয়েছেন দর্শকরা।

বিজ্ঞাপন

কোহলির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মাঠে থাকবেন, সেটা প্রত্যাশিতই ছিল। এমন পরিস্থিতি মাথায় রেখেই ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা।

বিজ্ঞাপন

যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। শেষ মুহূর্তে একাধিক গ্যালারিও খুলতে হয়।

মূলত, কোহলি কারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তাতেও এড়ানো গেল না বিশৃঙ্খলা।

বিজ্ঞাপন

ম্যাচটি লাইভ স্ট্রিমিং করানো নিয়ে বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। 

কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হয়েছে। তড়িঘড়ি জিওসিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে। ম্যাচটি দেখাও যাচ্ছে জিওসিনেমায়। তা-ও স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission