সাতছড়ি থেকে আবারও অস্ত্র-গুলি উদ্ধার

আরটিভি নিউজ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ , ০২:৫০ পিএম


সাতছড়ি থেকে আবারও অস্ত্র-গুলি উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্য থেকে আবারও অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

শুক্রবার ( ১৩ আগস্ট) সন্ধ্যায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এন সামিউন্নবী চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সাতছড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে গত ১ আগস্ট থেকে বিজিবি ওই এলাকায় নজরদারিতে রাখে। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সন্ধ্যায় মাটির নিচে পলিথিনে মুড়িয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত ২ মার্চ বিশেষ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে আটবারের মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর এগুলো চুনারুঘাট থানায় কিংবা সিলেট সেনা নিবাসে পাঠানো হবে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

বিজ্ঞাপন

এরপর একই বছরের ১৬-১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়। সর্বশেষ ২০১৯ সালের ২৪ নভেম্বরের অভিযানে উদ্ধার করা হয় রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক।

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission