ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার সোনার বার জব্দ, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১০:১৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা হয়েছে এক চোরাকারবারিকে। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান। 

আটক আফসার আলী (২৮) দামুড়হুদা উপজেলা ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সুলতানপুর সীমান্তের ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কোমর তল্লাশি করে জব্দ করা হয় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৬ গ্রাম যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটককৃত ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |