ঢাকা

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ফুসকা জব্দ 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০১:৪৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ২০২ পিস ভারতীয় শাড়ি ও ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের নারায়নতলা ও লাউরগড় বিওপির সদস্যরা এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ ৩৩ হাজার টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও ফুসকা জব্দ করা সম্ভব হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। 

বিজ্ঞাপন

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ী ও ফুসকা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |