ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাসে ঝগড়া লাগিয়ে যাত্রীর মোবাইল হাতিয়ে নিতেন তারা

আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ০১:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মোবাইল ফোন চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দিনে চাকরি করতেন। আর রাত হলেই চুরি করতে বের হতেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ অক্টোবর) সকাল উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাকৃতররা হলো রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও অন্তর হাসান সজীব (২৭)। শনিবার রাতে রাজধানীর উত্তরায় মাস্কট প্লাজার সামনে এক যাত্রীর মোবাইল চুরি করতে গেলে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারদের মধ্যে সজল গাড়িচালক, সজীব গার্মেন্টস শ্রমিক ও জীবন সেনিটারি মিস্ত্রি। তাদের মূল টার্গেট বাসযাত্রীরা। তাদের একজন যাত্রীকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ঝগড়া শুরু করতেন। এই ফাঁকে অন্য দুজন যাত্রীর পকেটে থাকা মোবাইল হাতিয়ে নিতেন।

তিনি বলেন, ঝগড়া বাঁধিয়ে কৌশলে চুরি করে সটকে পড়ায় তারা ধরাও পড়তেন না। ধরা পড়লেও নিঃশ্বাস বন্ধ রেখে মুখ দিয়ে লালা বের করে মরার মতো পড়ে থাকতেন। এতে মানুষ ভয় পেয়ে তাদেরকে আর ধরত না। এরপরও তারাও সুযোগ বুঝে পালিয়ে যায়। এর আগেও তারা গ্রেপ্তার হওয়ার পর জেলে গেছে। মাত্র ২৫ দিন আগে ছাড়া পায়। তিনজনের বিরুদ্ধেই একাধিক চুরির মামলা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |