ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রকাশ্যে যুবককে জোর করে তুলে নেওয়ার ঘটনা পর্যালোচনা করছে পুলিশ

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৫:০৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে এক যুবককে জোর করে প্রাইভেটকারে তুলে নেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে তারা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ।

জানা যায়, উত্তরা থেকে জোর করে তরুণকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, মাস্ক করা যুবককে জোর করে প্রাইভেট কারে তোলে তিনজন। পরে গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায়। 

তবে এ ঘটনাটি কবে তা জানা যায়নি।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়কে এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। বিষয়টি তাদের নজরে এসেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। কে বা কারা ওই তরুণকে তুলে নিয়ে গেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |