ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

স্বপ্নে পাওয়া নম্বরে জিতলেন ৫০ হাজার ডলারের লটারি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৫:১৪ পিএম


loading/img

স্বপ্নে দেখলেন একটি নম্বর। ঘুম ভাঙলে স্বপ্নে দেখা নম্বরটি স্বামীর কাছে শেয়ার করলেন। স্বামী ঘটনাটি শুনে স্ত্রীকে বললেন স্বপ্নে দেখা ওই নম্বরের একটি লটারির টিকিট কিনতে। কে জানতো ওই নম্বরই মিলে যাবে এবং জিতে যাবেন ৫০ হাজার ডলারের একটি লটারি। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক দম্পতির। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।

তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম লটারি খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’

বিজ্ঞাপন

অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তার স্বামীকে সংবাদটি জানালে তিনি বিস্মিত হন। কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। 

এ বিষয়ে ওই নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।

বিজ্ঞাপন

লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |