ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০২:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ড. আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন। 

ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেও পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি তিনি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে চাইছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না। তবে, পদত্যাগ করলেও আমি কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।

বিজ্ঞাপন

এদিকে একটি সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন এ কর্মকর্তা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |