মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে কোনো আলোচনা হয়নি: ফারুকী

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০২:৩২ পিএম


মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে কোনো আলোচনা হয়নি: ফারুকী
ফাইল ছবি

অনেক জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে জানা গেল, বদলাচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম। এমনকি নাম বদল নিয়ে কোনো আলোচনাও হয়নি। 

বিজ্ঞাপন

অবশ্য মঙ্গল শোভাযাত্রার নাম বদল না হলেও নতুনত্ব থাকছে এবারের বাংলা নববর্ষ উদযাপনে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে দুই দিনব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত। 

সোমবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নববর্ষ উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এসব কথা জানান। 

বিজ্ঞাপন

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান’ স্লোগানকে ধারণ করে আয়োজন করা হচ্ছে এবারের মঙ্গল শোভাযাত্রার।

তিনি বলেন, বেসরকারি বিদ্যালয়গুলোও অংশ নিবে এবারের শোভাযাত্রায়। ফলে, এবারের আয়োজন হবে প্রাণবন্ত ও রঙিন। 

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবারের আয়োজন হবে দুই দিনব্যাপী। নববর্ষের পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিনেও থাকবে উৎসব মুখর আয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল (২৩ মার্চ) মঙ্গল শোভাযাত্রাতে কিছু নতুনত্ব আনার কথা জানিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সেইসঙ্গে পাওয়া গিয়েছিল শোভাযাত্রার নতুন নাম নির্ধারনেরও।

শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেছিলেন, এই শোভাযাত্রা প্রথমে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল। সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, সবাই যদি সর্বসম্মত হয় তবে আবার পরিবর্তন হতে পারে। আবার যদি সবাই সর্বসম্মত হয় তবে পরিবর্তন নাও হতে পারে।

তিনি বলেছিলেন, এবারের শোভাযাত্রাটি আর বাঙালির শোভাযাত্রা নয়। এ শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো, প্রত্যেকের। তাই আমাদের দেখতে হবে আমরা এমন একটা নাম না দেই যেটা শুধু আমাদেরই হয়, ওরা আর অন্তর্ভুক্ত হতে না পারে। ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়।

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেছিলেন, এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন। আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা বিস্তারিত না বলছি। সারপ্রাইজ হিসেবেই থাকল। ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন, পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। আসলেই (শোভাযাত্রায়) নতুন কিছু দেখতে পাবেন। নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন।

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission