ঢাকা

মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে আসামিরা: শহীদ সাংবাদিক তাহিরের মা

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৮:০৪ পিএম


loading/img
শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর মা শামসি আরা জামান (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: আরটিভি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করায় অভিযুক্ত আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। 

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর বাংলামোটরে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবারের সম্মানে ‘মুক্ত গণমাধ্যম মঞ্চ’-এর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছেলে হারানোর স্মৃতিচারণ করে শামসি আরা জামান বলেন, ‘সম্প্রতি সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করায় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন মামলার আসামিরা। পরে সে হুমকির ঘটনার প্রেক্ষিতে আমি থানায় ডায়েরি করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংস্কারের আগে কোনো নির্বাচন আমি একজন নাগরিক ও শহীদের মা হিসেবে চাই না। আমার কাছে মনে হয় না অন্য একটি সরকার এলে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আমি এখন আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাকে বলা হয়েছে, তোর ছেলেকে হত্যা করা হয়েছে এবার তোর পালা।’ 

এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই অভ্যুত্থানের সব শহীদ পরিবারের নিরাপত্তা দাবি করেন শামসি আরা জামান।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন।

বিজ্ঞাপন

মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খানের সভাপতিত্বে ও মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ, মুক্ত গণমাধ্যম মঞ্চের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, এস এম নাসিম, শিমুল পারভেজ, ফাহিম আহমেদ বিজয়সহ মুক্ত গণমাধ্যম মঞ্চের সদস্যরা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |