ঢাকাSaturday, 12 July 2025, 28 Ashaŗh 1432

নর্থ সাউথের মাস্টার্স ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৮:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত এই প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। আমরা পরবর্তী সময়ে জানতে পারি যে, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

বিজ্ঞাপন

492525687_1162396499019801_9159267453132822005_n

তিনি আরও বলেন, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই ভর্তি হতে পারবেন।

প্রসঙ্গত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি)’ একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |