ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১২ জুনের টিকিট বিক্রি চলছে

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৮:০২ এএম


ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১২ জুনের টিকিট বিক্রি চলছে
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই অংশ হিসেবে আজ পাওয়া যাচ্ছে আগামী ১২ জুনের টিকিট।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্যমতে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট ৩১ মে ও ১১ জুনের আসনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। আর আজ (২ জুন) বিক্রি হবে ১২ জুনের টিকিট।  

বিজ্ঞাপন

এ ছাড়া ১৩ জুনের আসনের টিকিট ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট ৪ জুন ও ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

প্রসঙ্গত, ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও উদ্যোগ নিয়েছে রেলওয়ে। যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission