‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা মঙ্গলবার (১৭ জুন) ফের বিক্ষোভে নেমেছেন। ঈদের পর দ্বিতীয় দিনের মতো বেলা ১১টার পর সচিবালয়ে কর্মবিরতি ও গণজমায়েত করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে, সোমবার (১৬ জুন) প্রথমবার ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরে আন্দোলনে অংশ নেন তারা।
বিতর্কিত এই অধ্যাদেশে বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক কালো আইন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
গত ২৪ মে থেকে কর্মচারীরা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। অবস্থান, কর্মবিরতি, মিছিল ও উপদেষ্টাদের স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এই অধ্যাদেশ বাতিলের আহ্বান জানিয়ে আসছেন।
আরটিভি/এসকে -টি