রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৩:২৫ পিএম


রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত
ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে প্রর্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। 

বিজ্ঞাপন

ইসি সানাউল্লাহ সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থ্যায়নে স্যোশাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না। দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।
 
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে পদত্যাগ করতে হবে প্রার্থী হওয়ার আগে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission