জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। এ মামলায় দণ্ডিত হয়ে তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। এর আগে এ মামলায় গত ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন আদালত।
আজ(মঙ্গলবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ পর্যন্ত সাতার জামিন বাড়ানো হয়েছে খালেদা জিয়ার। গত প্রথম ১২ মার্চ হাইকোর্ট চার মাসের জামিন দেন আদালত।
৬ অক্টোবর (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য কারাবন্দি খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় তাকে।
আরও পড়ুন :
- গ্রেনেড হামলার রায় নিয়ে নাশকতা করলে ছাড় দেয়া হবে না : কাদের
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামীকাল
জেএইচ